কুমিল্লার তিতাসে দুস্থ অসহায় ও বন্যাকবলিতদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার আদর্শ সদর প্রবাসী সংগঠন ও পুস্পায়ন কুমিল্লার যৌথ উদ্যোগে তিতাস উপজেলার গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আগত চিকিৎসা প্রার্থীদের সেবা প্রদান করেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র চিকিৎসক সাকিব আবরার, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিবুর রহমান, আবু মুসা ও ডা: অনি।
চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানটির সমন্বয়ক দৈনিক গণশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সেবা কার্যক্রম অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন প্রবাসী সমাজ কল্যান সংগঠনের সদস্য গাজী জাকির হোসেন মো. ছফিউল্লাহ, মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. আলাউদ্দিন ও সারোয়ার। নানান বয়সের প্রায় ৫শতাধিক রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।
পিকে/এসপি