শুক্রবার, ২৩ মে ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ মে ২০২৫ ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ "স্ত্রী থেকে স্বামী কতদিন দূরে থাকতে পারে? অসহায় দুই রোগীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা প্রদান গজারিয়ায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত দাউদকান্দি থানা ভবনের ছাদ ধসে কনেস্টেবল গুরুতর আহত || ভবন ঝুঁকিপূর্ন ঘোষণায় আতঙ্কিত পুলিশ মাটি খাচ্ছে কোটি টাকার সম্পদ রাজস্ব হারাচ্ছে সরকার দাউদকান্দির কাটারাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার দাউদকান্দি পৌরসভার প্রথম মেয়র মরহুম নাছির উদ্দীন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত দাউদকান্দি আইডিয়াল স্কুলে ক্রীড়া সংস্কৃতির পুরস্কার ও সনদ বিতরণ জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি প্রায় ২১ লাখ টাকাসহ মালামাল লুট | পিকাপসহ লুন্ঠিত মালামাল উদ্ধার সুস্থ অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় পড়া যাবে? ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করলো পাকিস্তান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই তরুণী আটক দাউদকান্দিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ কবি রেবেকা রেবা'র নতুন কবিতা "নীলাভ ভালোবাসা

কুমিল্লার দেবিদ্বারে ব্যাপক গণসংযোগ, মিছিল ও গণসভায় শেষ হলো বিএনপি'র দুই দিনের কর্মসূচী

কুমিল্লার দেবিদ্বারে ব্যাপক গণসংযোগ, মিছিল ও গণসভায় শেষ হলো বিএনপি'র দুই দিনের কর্মসূচী
 ১৪ আগস্ট  ১৫ আগস্ট ২০২৪ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা সদর উত্তর ও দেবিদ্বার থানার যৌথ উদ্যোগে ব্যাপক গণসংযোগ, পথসভা, মিছিল সবশেষে দেবিদ্বারে সদরে অদ্য ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় থানা বিএনপির উদ্যোগে এক বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলাদল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী হাজার হাজার জনতা প্রত্যেকটি ইউনিয়নের মোড়ে অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেবিদ্বারে রুবেলসহ ঢাকায় পুলিশের গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের নির্মম আঘাতে ৯-১০ জন দেবিদ্বারের ছাত্র জনতা শাহাদাত বরণ করেন।

প্রায় ৪০-৫০ জন ছাত্র জনতা আহত হয়ে অনেকেই ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেশনায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,

কুমিল্লা সদর উত্তর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আক্তারুজ্জামান ও দেবিদ্বারের গনমানুষের নেতা কুমিল্লা সদর উত্তর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জনাব তারেক মুন্সীর সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ দেবিদ্বারের বিভিন্ন স্থানে রুবেল সহ শাহাদাত বরণকারীদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কর্মসূচীর শেষ দিনে বিকাল ৩ টায় দেবিদ্বার সদরে বিএনপি দেবিদ্বার শাখার উদ্যোগে বারেরা বাসষ্ট্যান্ড থেকে সদর উত্তর জেলা বিএনপি'র সদস্য সচিব তারেক মুন্সী, বিএনপি'র প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক ৮০'র দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর কুমিল্লার ছাত্র-যুব সংগঠক, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক বিএনপি নেতা ড. শাহ্ মোঃ সেলিম,

দেবিদ্বার থানা বিএনপি'র সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিরাট মিছিল সহকারে গণসমাবেশে উপস্থিত হন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার থানা বিএনপি'র সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখেন- সদর উত্তর জেলা বিএনপি'র আহবায়ক জননেতা জনাব মোঃ আক্তারুজ্জামান, দেবিদ্বারের গনমানুষেরনেতা তারেক মুন্সীসহ থানার অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

সভাপতি সমাপ্তি লগ্নে প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক ড. শাহ্ মোঃ সেলিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, যুবদলসহ বৈষম্য বিরোধী আহত ছাত্র নেতৃবৃন্দের পরবর্তী সুস্থ্যতার জন্য তিনি কুমিল্লা কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সকল চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির ভাষণে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ছাত্রদল, যুবদল ও বৈষম্য বিরোধী সকল ছাত্র নেতৃবৃন্দকে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাছিনাকে ক্ষমতাচ্যুত করে যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য দেবিদ্বারবাসী সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে আন্দোলনে শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে অসুস্থ্যদের দ্রুত চিকিৎসায় সুস্থ হওয়ার বিষয়ে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে বলে উল্লেখ করেন।

তিনি এখনও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিদেশী অপশক্তির বিরুদ্ধে শোচ্চার থাকার জন্য বিএনপি'র নেতাকর্মীদের আহবান জানান। উত্তর জেলা বিএনপি'র সদস্য সচিব দেবিদ্বারের গনমানুষের নেতা জনাব তারেক মুন্সী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক দেবিদ্বারের নৃসং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসনের প্রতি জোড় দাবি জানান ।

পিকে/এসপি
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ