ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকার আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে নতুন বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। নতুন এই বাস সার্ভিসটির নাম "গ্রীন ঢাকা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রীত বাসটি পথচলা শুরু হয়েছে আজ থেকে।
আজ বেলা ১টায় মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর বাসস্টেশনে, দোয়া মুনাজাত ও লাল ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মাদ টুটুল।
জানা যায়, উপজেলার গৌরীপুর বাসস্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাসটি যাত্রা শুরু করবে। দাউদকান্দি, গুলিস্থান, পল্টন ও যমুনা ফিউচার পার্ক হয়ে বাসটি আব্দুল্লাহপুর পৌছাবে। এই নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে গ্রীন ঢাকা। প্রতিদিন প্রায় ৪৪টি বাস চলাচল করবে এই সড়কে। গৌরীপুর থেকে গুলিস্থান ১৪০ ও গৌরীপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ২৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গ্রীন ঢাকা" বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন সরকার। দাউদকান্দি উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক শাহজালাল সরকার, ভিপি সালাহ উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী।
গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সরকার, দপ্তর সম্পাদক জিএস জাকির হাজারী, ভিপি মাসুম রেজা মিন্টু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার, যুগ্মআহ্বায়ক আক্তার ফকির, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ছাত্রলীগনেতা আপন।
গ্রীন ঢাকা' কম্পানীর পরিচালক মমিন উল্লাহ মামুন জানান, সড়কে চলাচলরত যাত্রীদের উন্নত সেবা দিতে, আমরা কুমিল্লার গৌরীপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত গ্রীন ঢাকা'র নতুন সার্ভিস উদ্বোধন করেছি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোর্চে বসে আরামে ও স্বাচ্ছন্দে যাত্রীরা তাদের নিরাপদ গন্তব্যে পৌছে যাবে। আমাদের গাড়ী উন্নতমানের ও চালকরা অভিজ্ঞ। সকলকে গ্রীন ঢাকা' বাসে স্বাগত জানাচ্ছি।
পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
গৌরীপুর-টু-ঢাকা নতুন এসি বাস সার্ভিস "গ্রীন ঢাকা"র পথচলা শুরু | প্রধান খবর
- আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ০২:৪৯:৪৮ অপরাহ্ন