সমাজের সার্বিক উন্নয়নে সহপাঠীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে খুব সহজেই গড়ে তোলা যায় একটি সাবলীল সমাজ ব্যবস্থা- এমনটাই জানালেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক’র চেয়ারম্যান ও সরকারের সচিব মোঃ আনিসুর রহমান মিয়া (পিএএ)।
শনিবার গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া গ্রামে গার্ডেন সেন্টার ফ্লাওয়ার পার্কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক শিক্ষার্থীদের রেজিস্টার্ড সংগঠন সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার মিলন মেলায়, প্রধান অতিথির অনুপস্থিতিতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি রেজাউল হায়দার খান।
সংগঠনের সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা ও অতিরিক্ত সচিব মুহ: ফজলুর রহমান ও মো. আতাউর রহমান। এ সময় সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার ডা: মোসলেহ উদ্দিন-মিঠু ও তার ডা: সহধর্মীনি,
দুদকের উপ পরিচালক দেওয়ান শফিউদ্দিন আহাম্মেদ, আজাদ ফরিদ, আক্তার হোসেন, দুলাল, আহাম্মদ আলী, প্রফেসার রতন ঘোষ, তুমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, নবীউল ইসলাম,
নজরুল ইসলাম, নলিনী দাস, লুৎফুন নাহার নাজমা, আফরোজা বেবী, চন্দ্রবালা দাস, সাবেক এয়ারফোর্স অফিসার সফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলন মেলায় লটারি, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে আগত সকল অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি রেজাউল হায়দার খান। এ সময় তিনি সকল অতিথিদের আগামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
পিকে/এসপি