হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা' একটি সামাজিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন"। মানবকল্যানের উদ্দেশ্যে ২০২১ সালে পথচলা শুরু হয় সংগঠনটির। আর এই মহৎকাজের প্রতিষ্ঠা করেছেন, দানশীল ও হৃদয়বান মানুষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভূঁইয়া।
প্রতিষ্ঠার পর থেকেই দুস্থ অসহায়, অসুস্থ ও অস্বচ্ছল পঙ্গু, প্রতিবন্ধি মানুষের কল্যানে আর্থিক সহযোগিতা করে আসছে ফাউন্ডেশনটি। এছাড়াও মসজিদ, মাদরাসার ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে নিরন্তর। এরই ধারাবাহিকতায় সংগঠনের কাজকে পরিকল্পনার মাধ্যমে আরো বেশি গতিশীল করার লক্ষে'
উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও সংগঠক মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)-এর নাম ঘোষনা করেছে ফাউন্ডেশনটি। গেল ১৭ জানুয়ারি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: শরীফ হোসাইন' বরাত দিয়ে (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফাউন্ডেশনের নিজস্ব ফেইজবুক পেইজ থেকে এই ঘোষনা করা হয়।
এব্যাপরে বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও সংগঠক শরীফ প্রধান বলেন, অহিংস ও কোমল মনের মানুষরাই সমাজের কল্যানে এগিয়ে আসে। আমি ইঞ্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভূঁইয়াকে অভিনন্দন জানাই মানবতার কল্যানে এগিয়ে আশার জন্য।
আমাকে উপদেষ্টা করায় ধন্যবাদ জানাচ্ছি। সংগঠন ও সমাজসেবা আমার নেশা। সৎ পরামর্শ ও মানব কল্যানে সর্বউচ্চ কাজ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
পিকে/এসপি
"হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকার" উপদেষ্টা হলেন সাংবাদিক শরীফ প্রধান
- আপলোড সময় : ১৯-০১-২০২৪ ০৮:৫৮:০৯ অপরাহ্ন