দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের 'কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেন, আপনারা শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন' কথা রাখুন।
প্রশাসনে দ্বিমুখী আচরন লক্ষ্য করা যাচ্ছে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচনকে ঘিরে সারা দেশেই হামলা-সহিংসতা চলমান। প্রতিনিয়ত ইসলামী ঐক্যজোটসহ বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হলে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। আমি নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য । তা না হলে ইসলামী ঐক্যজোট তামাশার নির্বাচনে আসবো না।
তিনি আজ বিকেলে মেঘনা উপজেলার মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও নদীবেষ্টিত হোমনা-মেঘনায় কাঙ্খিত উন্নয়ন হয়নি।
এই ব্যর্থতা সরকারের নয়, এই অঞ্চলের জনপ্রতিনিধিদের। বিগত ১৫ বছর তারা জনগণকে শোসন করেছে, দূর্নীতি করে আখের গুছিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কিছুই করেনি। এবারের নির্বাচনে হোমনা-মেঘনার উন্নয়ন বঞ্চিত জনগণ নিজেদের অধিকার আদায়ে মিনারের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে।
এই অবস্থা দেখে প্রতিপক্ষের কপালে চিন্তার ভাজ পড়েছে। শুধু ভোটাররাই নয়, নিজ নিজ কর্মীরাও তাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে। সর্বত্র মিনারের গণজোয়ার তৈরি হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহাম্মদ, লালবাগ থানার সভাপতি মাহমুদুর রহমান হাফেজ্জী, মাওলানা কামাল হোসাইন, ছাত্রনেতা হাফেজ হাসিবুল হাসান শান্ত, মাওলানা বদিউজ্জামান।
পিকে/এসপি
শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন' কথা রাখুন: মাওলানা আলতাফ হোসাইন
- আপলোড সময় : ৩১-১২-২০২৩ ০৫:০২:৩৮ অপরাহ্ন