যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত। এর ফলে ওই রাজ্যে থেকে তিনি আর ভোটে অংশ নিতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও তিনি অংশ নিতে পারবেন না।
কলোরাডোর সুপ্রিম কোর্টের সাত সদস্যের বিচারক বেঞ্চ মঙ্গলবার ৪-৩ এ রায় দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালিয়েছিল তার ফল ভুগতে হলো সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে।
ক্যাপিটল হিলে দাঙ্গার ওই ঘটনায় কলোরাডোর সর্বোচ্চ আদালত আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছে। এর ফলে ওই রাজ্যে থেকে তিনি আর ভোটে অংশ নিতে পারবেন না।
তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। কলোরাডো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাপিটল হিল হামলায় প্ররোচণা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা ছিল, সেজন্যই তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।
পিকে/এসপি
"প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা"
- আপলোড সময় : ২০-১২-২০২৩ ০৮:০৮:০৭ অপরাহ্ন