আজ ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান,মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে ডাকাতি করতে ওত পেতে থাকা আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা বাকি ১০ ডাকাত পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আটককৃত ডাকাতদলের সদস্যরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের কাউছার ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের জহির।
বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে আটটি ও কাউছারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ডাকাতি করার কৌশল নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আটককৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে ওত পেতে থাকে।
তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতংকিত করে ডাকাতি করে । আসামীদের বিরুদ্ধে চান্দিনা থানার মামলা নং-০৮/২৫২, তাং-১৪/১২/২০২৩ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
পিকে/এসপি
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক
- আপলোড সময় : ১৫-১২-২০২৩ ০৫:২০:৪৫ অপরাহ্ন